ধান,বাদাম,সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মাড়িয়ে নষ্ট করল হাতির দল।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চন্দ্রকোনা :: রবিবার ১৩,এপ্রিল :: ধান,বাদাম,সবজি সহ মাঠের ফসল খেয়ে ও মাড়িয়ে নষ্ট করল হাতির দল। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের হুড়হুড়িয়া,কামারখালি,গড়গড়ি সহ একাধিক এলাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষকদের দাবি রাতের বেলা বাঁকুড়ার দিক থেকে গড়বেতা হয়ে চন্দ্রকোনার হুড়হুড়িয়া ও কামারখারি জঙ্গলে প্রবেশ করেছে ৪০-৫০ টি হাতির একটি দল। আর সেই হাতি আসার সময় একাধিক কৃষকের ধান,বাদাম তিল চাষে ব্যাপক ক্ষতি করেছে,ফলে দুঃশ্চিন্তায় রয়েছে ওই সমস্ত এলাকার কৃষকেরা।

কৃষকদের দাবি,হাতির পাল তাদের এলাকার জঙ্গলেই রয়েছে, বিকেলের দিকে আবার হাতি মাঠে নেমে আবার ক্ষতি করবে।এলাকার কৃষকেরা চাইছে হাতিকে বনদফতর অন্যত্রে নিয়ে যাক। শীতের মরসুমে চন্দ্রকোনার এই সমস্ত জঙ্গলে হাতির আনাগোনা থাকে।

এলাকাবাসীর কথায়,এই সময়ে হাতি আগে কখনও আসেনি।রাতে হঠাৎ এলাকায় হাতির পাল ঢুকে পড়ায় হুলুস্থুল পড়ে যায় এলাকা জুড়ে।এসময় গ্রামে গ্রামে গাজন চলছে,গ্রামের রাতে মানুষের যাতায়াত এখন জঙ্গল লাগোয়া রাস্তা দিয়েই,যার জেরে যেকোনো সময় প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে। বনদপ্তর দ্রুত হাতির পালকে অন্যত্র সরানোর ব্যবস্থা করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + seventeen =