নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ১৩,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মোট ৩৬৫ টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে সেখানে প্রায় চাকরি হারিয়েছে ৩৫০,জন। এদের মধ্যে বেশিরভাগ বিজ্ঞান বিভাগের শিক্ষক শিক্ষিকা
রাজ্যের ২৬ হাজার শিক্ষকের চাকরি নষ্ট করেছে। তাদের চাকরি হারা করেছে তারা এমনটাই দাবি তৃণমূলের। তাই তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাতে সন্দেশখালিতে হলো তৃণমূলের ধিক্কার মিছিল।
এদিনের এই ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন, মিনাখাঁ ২ নম্বর ব্লক সভাপতি তাজউদ্দিন মোল্লা, মিনাখাঁ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অমরেশ গাইন,
পূর্ত কর্মাধ্যক্ষ মাসুদ আলী মোল্লা, মিনাখাঁ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সভাপতি নবাব আলী মোল্লা, মিনাখাঁ দুই নম্বর ব্লকের অন্যতম যুবনেতা বাপ্পা মোল্লা, আটপুকুর অঞ্চল সভাপতি সত্যজিৎ ঘোষ সহ এলাকার কয়েকশ তৃণমূলের কর্মী সমর্থকরা।
উপস্থিত এই সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে অধিকাংশ ছিল তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূলের কর্মীরা।এদিন খুলনা রোড, থানা রোড, ও সন্দেশখালি ফেরিঘাট রোডে প্রায় দুই কিলোমিটার পায়ে হেঁটে এই ধিক্কার মিছিল করেন। ধিক্কার মেশিনের শেষে সন্দেশখালি ফেরিঘাটে হয় প্রতিবাদ এদিন চোখে পড়ার মতো।
দেখা গিয়েছিল ছাত্র-ছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা এমনকি শিক্ষকরা এই প্রতিবাদ মিছিলে সামিল হন পাশাপাশি তারা জানান ইতিমধ্যে অনেক স্কুল বন্ধের উপক্রম হয়েছে বেশিরভাগ শিক্ষক-শিক্ষিকা কলা ও বিজ্ঞান ভবন শূন্য হয়ে পড়েছে। যার কারণে ছাত্র-ছাত্রীরা তারাই স্কুলে গিয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।