নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ১৩,এপ্রিল :: কোথাও ঢালাইয়ের অংশ ভেঙে পড়ছে পুকুরে কোথাও আবার পাথর উঠে গড়াগড়ি খাচ্ছে রাস্তায়।ধূলো ভরা গ্রামীণ রাস্তায় চলতে গিয়ে অতিষ্ঠ হচ্ছেন বাসিন্দারা।বেহাল রাস্তার জেরে নিয়মিত দুর্ঘটনা ঘটে জখম হচ্ছেন এলাকার শিশু থেকে বয়স্করা।
বেহাল রাস্তার হাল ফেরাতে ভোটের সময় নেতাদের প্রতিশ্রুতি মিললেও কাজ হয়নি বলে অভিযোগ।নাগাল পাওয়া যাচ্ছেনা এলাকার জনপ্রতিনিধিদেরও।বাধ্য হয়ে আন্দোলনের পথে হাঁটলেন বাসিন্দারা।
বাঁধরোডের উপর টায়ার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।এক ঘন্টা বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয় বাধরোডের যান চলাচল।মালদহের চাঁচল ২ নম্বর ব্লকের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কাজিপাড়া গ্রামের ঘটনা।