নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: সোমবার ১৪,এপ্রিল :: সকাল থেকেই জোর কদমে কাজ শুরু হয়েছিল সিউড়ি হাটজন বাজার রেল ব্রিজের ।
রেল ব্রিজের প্রথম গার্ডারটি যথাস্থানে তোলা গেলেও দ্বিতীয় গার্ডারটি তোলার সময় কোন এক অজানা যান্ত্রিক গোলযোগের কারণে পাল্টি খেয়ে যায় বিরাট ওই ধাতব রেলের গার্ডারটি।
শুরু হয় বিপত্তি। বহু চেষ্টার পরেও সেটিকে আর যথাস্থানে স্থাপন করা সম্ভব হয়নি । তাই বহু প্রতীক্ষা পরেও আজ স্থগিত রাখা হলো রেল ওভার ব্রিজের কাজ। পুনরায় কবে আবার এই কাজ শুরু হবে এই নিয়ে ধোঁয়াশায় শহরবাসী ।
যদিও রেলের তরফ থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই আবার পুনঃস্থাপন করা হবে এই রেলের গার্ডারের অংশগুলিকে।