বর্ধমান পৌরসভায় ১০০ মহিলাকে স্বনির্ভর প্রশিক্ষণ দেওয়া চলছে

উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ১৯৯৯ সাল অর্থ্যাৎ বাম আমল থেকে প্রতি বছর বর্ধমান পৌরসভা হইতে পিছিয়ে পড়া ও অর্থনীতি দূর্বল মহিলা ও যুবতীদের বিভিন্ন ধরনের কাজের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।কার্যতঃ সেই মোতাবেক বর্ধমান পৌরসভা কর্মের দিগন্তকে সামনে রেখে,এবং বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আরো নতুন রূপ দিয়ে কর্ম সংস্থানের ব্যবস্থা গ্রহণ করেছে।

মূলত এবারে স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণ হয়েছিল ৪০০ জনের,কাজের নিরিখে তার মধ্যে ১০০জন মহিলাকে বেছে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মূলত এদিন বর্ধমান পৌরসভার ভাইস চেয়ার পার্সন আইনুল হকের উপস্থিতে প্রশিক্ষণ দেওয়া হয়।আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বর্ধমান হাউসের সভাকক্ষে।

আরবান প্রজেক্টের ম্যানেজার সাহানওয়াজ আলম জানান,৪০০ জন পৌর এলাকার মহিলা যুবতীরা প্রশিক্ষণ নিয়ে ছিলেন,তার মধ্যে কর্মের যোগ্যতা অনুযায়ী ১০০জনকে বেছে নিয়ে আজ তাদের কাউন্সিলিং করা হয়। আগামীতে যাতে স্বাস্থ্য কেন্দ্রে কিংবা নার্সিংহোম গুলিতে তাদের প্রয়োগ করা যায় সেদিকে নজর রাখবে বর্ধমান পৌরসভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 + three =