সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বিষ্ণুপুর :: সোমবার ১৪,এপ্রিল :: চৈত্র সংক্রান্তির দিনে ১১৭ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের । আহত দশজনেরও বেশি। সোমবার দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার ধানকল মোড় এর কাছে বাসের সঙ্গে মুখোমুখি একটি ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে প্রাণ হারায় ট্রাকের চালক ।
এই দুর্ঘটনার জেরে গুরুতর জখম হয় ১০ জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা যায় বাসটি রায়চক থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা তড়িঘড়ি ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে আমতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
কেউ যাচ্ছিলেন কাজে, কেউ বা বাড়ি ফিরছিলেন। দুঃস্বপ্নে পরিণত হল যাত্রা।পুলিশ সূত্রে খবর, এই দুর্ঘটনার জেরে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক।
পরে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়িকে রাস্তা থেকে সরানো হয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকের সামনের অংশ দুমড়ে- মুচড়ে যায়। ট্রাকের মধ্যেই মৃত্যু হয় চালকের। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে।