নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: চিরাচরিত রীতি মেনে বাংলা নববর্ষে ভক্তদের ঢল নামল পূর্ব বর্ধমানের বিভিন্ন মন্দিরে মন্দিরে । সকাল থেকেই অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের লম্বা লাইন চোখে পড়ে। পুজোর ডালি হাতে নিয়ে ভক্তরা মন্দিরে আসেন। সন্দেশ, ফুল, মালা, চন্দনে সাজিয়ে দেবীকে পুজো দেন তারা।
এছাড়াও জেলার প্রত্যেকটি জায়গার মন্দিরে চলছে এরপর শুরু হয় পুজো পাঠ। অনেকেই দোকানের হালখাতা নিয়ে আসেন মন্দিরে পুজোর জন্য। মন্দিরে পুজো দিয়েই নতুন বছরের যাবতীয় কাজ শুরু করেন আপামর জনগণ ।
সকলের বিশ্বাস বছরের প্রথম দিন ঠাকুরকে পুজো দিলে সারা বছরই ভালো কাটে তাছাড়াও পরিবারের কল্যাণের জন্য চলছে পূজা অর্চনা।এদিন সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন জেলাশাসক থেকে শুরু করে স্থানীয় বিধায়ক ও প্রচুর সাধারণ মানুষ।