নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: মঙ্গলবার ১৫,এপ্রিল :: বাংলা নতুন বছরের প্রথম দিনেই কাপড়ের দোকানে আগুন লাগার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরের জারগ্রাম অঞ্চলের আঁটপাড়া এলাকায় ।
স্থানীয় মানুষজন এদিন সকালে বন্ধ দোকানের সাটারের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন । পরবর্তী সময়ে তারা খবর দেন দোকান মালিককে।
দোকান মালিক দ্রুত দোকানে এসে শাটার খুলতেই ভেতর থেকে আরও প্রচুর পরিমাণে ধোঁয়া বের হতে শুরু করে । কিভাবে আগুন লেগেছে সে বিষয়ে স্পষ্ট না হলেও শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক অনুমান ।
স্থানীয় মানুষজন তারা দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগান । কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি । পরবর্তী সময়ে পুলিশের মাধ্যমে খবর পেয়ে মেমারী থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে । দোকানে প্রচুর জামা কাপড় মজুত ছিল ।
অধিকাংশই জামাকাপড় আগুনে পুড়ে এবং জলে ভিজে নষ্ট হয়ে গিয়েছে। ক্ষতির পরিমাণ ঠিক কত সে বিষয়ে এখনো পর্যন্ত সঠিক করে কিছু জানাতে পারেননি দোকান মালিক ।