নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: কাঁকসা :: বুধবার ১৬,এপ্রিল :: শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় মঙ্গলবার।
সেই মত এদিন কাঁকসা ব্লকের প্রতিটি অঞ্চলে এই কর্মসূচি পালন করা হয়। আজ সকাল ৯টায় কাঁকসার ত্রিলোকচন্দ্রপুর অঞ্চলের পানাগড়ের দার্জিলিং মোড় থেকে প্রয়াগপুর মোড় পর্যন্ত পয়লা বৈশাখ উপলক্ষে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয় তৃণমূলের পক্ষ থেকে।
এ দিনের শোভাযাত্রায় কয়েক শো মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় শুধু রাজনৈতিক নেতাকর্মীরা নয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীরাও অংশগ্রহণ করে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর নির্দেশে সকল ধর্ম সকল স্তরের মানুষকে নিয়ে পয়লা বৈশাখকে সামনে রেখে শান্তি ও সম্প্রীতির শোভাযাত্রা করা হয়।
উপস্থিত ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য , পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ পিরু খান, ত্রিলোকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান স্বপ্না বাগদি, উপপ্রধান প্রসেনজিৎ ঘোষ সহ তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রী ও কর্মী সমর্থকরা।
অন্যদিকে এদিন পয়লা বৈশাখ ও পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে কাঁকসা অঞ্চলের পক্ষ থেকে পানাগড় বাজারে একটি সর্বস্তরের মানুষদের নিয়ে শোভাযাত্রা করলেন কাঁকসা অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা। পানাগড় বাজারের গুরুদুয়ার থেকে পানাগড় বাজারের মাছ বাজার পর্যন্ত এদিন শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান নাসিম হায়দার মল্লিক তৃণমূল নেতা পল্লব ব্যানার্জি,পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি, সমীর বিশ্বাস,পঞ্চায়েত সমিতির সদস্য নব কুমার সামন্ত সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ।