নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ১৬,এপ্রিল :: বছরের প্রথম দিনেই বে সরকারী বাস ও মোটর ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। ঘটনায় আশঙ্কা জনক আরও একজন। দুই জনের মৃত্যুর পর আশঙ্কাজনক অবস্থায় একজনকে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে।

ওই মোটর ভ্যানের চালক সহ তিন জন ছিল বলে জানা যায়। ঘটনাস্থলে মোটর ভ্যানে থাকা দুজনের মৃত্যু হয় ও অপরজন গুরুতর জখম হয়।তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শক্তিনগর হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও চালক পলাতক।