নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: বুধবার ১৬,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি দুই নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব বর্মন মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে আসছিল হাটগাছি হাই স্কুল মাঠে।
সেই সময় খুলনা বাজারের ওখানে তার ভ্যান রিক্সা থামিয়ে তিনজন দুষ্কৃতী তাকে এলোপাতাড়ি মারধর করে তারপর সেখানে পালিয়ে যায়। কোন রকম ভাবে সেখান থেকে পালিয়ে খুলনা অঞ্চলে চলে আসে বিপ্লব বর্মন।
অভিযোগ তিনজন বিজেপি দুষ্কৃতী তাকে পরিকল্পনা করে মারধর করছিল সেজন্য এই পহেলা বৈশাখ তৃণমূলের ঘোষিত পশ্চিমবঙ্গ দিবসে না আসতে পারে।
এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে । পুরো বিষয়টা একদিকে জেলা তৃণমূল নেতৃত্বকে জানিয়েছে অন্যদিকে সন্দেশখালি থানায় মৌখিকভাবে জানিয়েছে । এই অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা পলাশ সরকার বলে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ এর সঙ্গে বিজেপি কোনভাবেই জড়িত নয় বিজেপিকে কালীমালিপ্ত করতে এই ধরনের চক্রান্ত করছে।