নিজস্ব সংবাদদাতা ::সংবাদ প্রবাহ :: হুগলি :: বুধবার ১৬,এপ্রিল :: আজ সকালে এসএফআই-এর পক্ষ থেকে হুগলির পিপুল পাতি মোড় সংলগ্ন ডিআই অফিসের গেটের সামনে চেন-তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সংগঠনের কর্মী ও সমর্থকরা।
তাঁদের মূল দাবি, রাজ্যে প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা যাঁরা চাকরি হারিয়েছেন, তাঁদের অবিলম্বে পুনরায় নিয়োগ করতে হবে। সেইসঙ্গে দ্রুত প্রকাশ করতে হবে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের তালিকা।
এই দাবিকে সামনে রেখেই আজ সকাল থেকেই ডিআই অফিসের প্রধান গেটে তালা ঝুলিয়ে বসে পড়েন এসএফআই কর্মীরা। বিক্ষোভের কারণে সাময়িকভাবে ব্যাহত হয় অফিসের স্বাভাবিক কাজকর্ম।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে এই আন্দোলন চলবে, যতদিন না তাঁদের দাবি পূরণ হয়। ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশবাহিনী।