নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন করতে এসে চরম হেনস্থার অভিযোগ তুললেন ইচ্ছুক যাত্রীরা। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের একটি নির্দিষ্ট ব্যাঙ্ক কে রেজিস্ট্রেশনের জন্য চিহ্নিত করা হয়েছে। সেই ব্যাঙ্কের সামনেই রাত থেকেই লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন বহু যাত্রী।
কেউ কেউ রাতভর লাইনে অপেক্ষা করেন, কেউ আবার ভোট তিনটে বা চারটের সময় এসে লাইনে দাঁড়ান। তবে এত কষ্ট সহ্য করেও রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করা গেল না।
যাত্রীরা অভিযোগ করেছেন, ব্যাঙ্ক খোলার পরও ব্যাঙ্ক কর্মীদের পক্ষ থেকে কোনও স্পষ্ট নির্দেশনা বা তথ্য দেওয়া হয়নি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইলে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন অনেকে।
পরে ব্যাঙ্কের সামনে একটি নোটিস ঝুলিয়ে দেওয়া হয়, যেখানে লেখা ছিল, “আজ কোনও রেজিস্ট্রেশনের কাজ হবে না”। এই ঘোষণা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন দূরদূরান্ত থেকে আসা যাত্রীরা।
উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।