গরা থানার পুলিশ টিম জায়গাটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং ওই দুজন ব্যক্তিকে আটক করে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মগরা :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: হুগলীর মগরা থানায় গোপন সূত্র মারফত খবর আসে যে একজন ব্যক্তি উত্তর প্রদেশ এর বেরিলি থেকে প্রচুর পরিমানে হেরোইন নিয়ে ট্রেন এ চেপে হুগলী জেলার বাঁশবেড়িয়া তে আসছে। বাঁশবেড়িয়া তে সেই হেরোইন রিসিভ করার জন্য অন্য একজন ব্যক্তি অপেক্ষা করছে।

খবর পাওয়া মাত্র মগরা থানার পুলিশ টিম এবং হুগলী জেলা পুলিশ এর স্পেশাল অপারেশন গ্রুপ  ডিসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, আইসি মগরা দীপঙ্কর সরকার এবং সি আই মগরা সৌমেন বিশ্বাস এর নেতৃত্বে অপারেশন এ নেমে পড়ে।

ইনফরমেশন টিকে ভেরিফাই করে আসামি দের হাতে নাতে ধারার জন্য জাল বিছানো হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই আসামি বাঁশবেড়িয়া RR camp এর ভেতরে নির্জন জায়গায় সঙ্গে নিয়ে আসা হেরোইন হস্তান্তর করার চেষ্টা করে এবং

সেই সময় মগরা থানার পুলিশ টিম জায়গা টিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে এবং ওই দুজন ব্যক্তিকে আটক করে।

এর পর সঠিক পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট এর সামনে ওই দুই ব্যক্তি কে জেরা করে জানা যায় তাঁদের নাম ১.কাশীনাথ গুপ্তা, বেরিলি, উত্তর প্রদেশ ২. বিজয় জয়সোয়াল, কোলবাজার, বাঁশবেড়িয়া, মগরা।

আটক হওয়া দুই ব্যক্তি কে সার্চ করে তাঁদের কাছ থেকে ২০৮ গ্রাম হেরোইন ও একটি স্ক্যুটি বাজেয়াপ্ত করা হয় যার বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে মগরা থানার পুলিশ একটি কমপ্লেইন রুজু করে নির্দিষ্ট ধারায় নার্কোটিক কেস শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − four =