নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার,কালনা থানার অন্তর্গত ভবানন্দপুর এলাকায় শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধ। মৃতের নাম রূপচাঁদ মুর্মু।
জানা গেছে, বাড়িতে কেউ না থাকার সুযোগে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত ব্যবস্থা নেন, কিন্তু ততক্ষণে সব শেষ।
মৃত ব্যক্তির ছেলে জানান, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তার বাবা। কিছুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই শারীরিক যন্ত্রণাই শেষমেশ এমন মর্মান্তিক পরিণতির দিকে ঠেলে দেয় বলে পরিবারের অনুমান।