মাথার ওপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সামশেরগঞ্জ :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: নিজের রাজ্যেই উদ্বাস্তু তারা। পাকা দেওয়াল মাথার ওপর ছাদ থাকা সত্ত্বেও আজ পুলিশি পাহারায় শরণার্থী হয়ে দিন কাটছে তাদের।

আত্মীয়-স্বজনদের সাথে কথা এমনকি দেখাও করতে ঠিক ঠাক পারছে না। এই ছবি মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারলালপুর হাই স্কুলের।

হিংসার আগুন জ্বলছে মুর্শিদাবাদে। এই পরিস্থিতিতে সামশেরগঞ্জ সহ ধুলিয়ান পৌরসভার ১৬ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গঙ্গা পার হয়ে আশ্রয় নিয়েছে এই স্কুলে। আশ্রিত এই সমস্ত বাসিন্দাদের সাথে আজ দেখা করতে আসেন ধুলিয়ান পৌরসভার ১৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের বহু আত্মীয়।

আজ কেউ এসেছিলেন মার সাথে দেখা করতে, কেউ এসেছিলেন মায়ের কোলে শিশুকে তুলে দিতে আবার কেউ এসেছিলেন বৃদ্ধা শ্বশুর-শাশুড়িকে দেখতে। অশান্ত মুশিদাবাদের এই সমস্ত বাসিন্দারা জানান, এখনো শান্ত হয়নি মুর্শিদাবাদের বহু জায়গা।

দিন কেটে গেলেও রাতের অন্ধকার কাটে আতঙ্কে। ঘুম আসে না এখনো। আজও এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সন্ধ্যা নামার আগেই তাদেরকে বাড়ি ফিরতে হবে। তারা পুলিশি ক্যাম্প এবং বিএসএফ মোতায়েনের দাবি তুলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 5 =