নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চাকদহ :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: নদিয়ার সীমান্তবর্তী গেদের পর এবার ইডি র হানা চাকদায়। বিশাল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর সাথে নিয়ে ৪ সদস্যের ইডি আধিকারিক এদিন চাকদার দুলাল হালদারের বাড়িতে তল্লাশি চালায়।
মূলত অনুপ্রবেশকারী এবং জাল পাসপোর্ট কান্ডের কিনারা করতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ইডি আধিকারিকেরা হানা দিয়েছে।
গত দুদিন আগে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে দক্ষিণপাড়ায় অলোক নাথ নামে একজনের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকেরা। প্রায় সাড়ে সাত ঘন্টা জেরার শেষে অলক নাথকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল।
এরপর আজ ফের নদিয়ার চাকদার ঘেটুগাছি নেতাজি বাজার সংলগ্ন শিবপুর দুলাল হালদারের বাড়িতে ইডি আধিকারিকেরা হানা দেয়। সকাল থেকে এখনো পর্যন্ত বাড়ির ভেতরে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বলে সূত্র মারফত জানা গেছে। স্থানীয় সূত্রে খবর এলাকায় পরিচিত নাম এই দুলাল হালদার। তিনি চাষবাস করেন।
কিন্তু সকাল ছটা নাগাদ তার বাড়ির সামনে প্রায় তিনটে গাড়ি এসে দাঁড়ায়। সারা বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। এরপরেই চারজন ইডি আধিকারিক বাড়ির ভেতরে ঢুকে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে। তবে তিনি যে জাল পাসপোর্ট করেন তা কিন্তু সাধারণ মানুষ জানে না।
এদিন ইডি আধিকারিকেরা হানা দেওয়ার পর চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় তেমনি জাল পাসপোর্ট এর বিষয়টিও মানুষের নজরে আসতে শুরু করে। অন্যদিকে আধিকারিকেরা বাড়িতে তল্লাশি চালাতেই অসুস্থ হয়ে পড়েন দুলাল হালদারের স্ত্রী। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে।