নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চোপরা :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: চা বাগান আর কাটা তারের বেড়া ঘেরা ভারত-বাংলাদেশ সীমান্তের হোসেন দীঘি বৈশাখী মেলা আজও অম্লান সম্প্রীতির বন্ধনে। উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের দাসপাড়া অঞ্চলের বাবুগছ গ্রামে শুভ নববর্ষের প্রথম দিন থেকেই বসে এই মেলা।
শতাব্দী প্রাচীন রীতি-রেওয়াজ মেনেই ধর্ম বর্ণ নির্বিশেষে পূণ্যার্থী মানুষ স্নান করেন এই হোসেন দীঘিতে। প্রায় চার একর জমির উপর রয়েছে এই প্রাচীন দীঘী। দীঘির গভীরতা কতটা আজও স্থানীয়দের কাছে অজানা। প্রতিবছরই পয়লা বৈশাখে এই দীঘির পারে জমজমাট হয়ে ওঠে মেলা।
দীঘিকে ঘিরে আচার-অনুষ্ঠান, মনষ্কামনা পূরণ করতে দূরদূরান্ত থেকে বহু পুণ্যার্থী আসেন এই মেলাতে। সারাদিনব্যাপী মানুষের আনাগোনা চলে এই হোসেন দীঘির পারে। এই বৈশাখী মেলা কে ঘিরে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস মেলাকে আরো জাঁকজমক করে তুলেছে।
হিন্দু মুসলিম খৃষ্টান জৈন একাত্ম হয়ে ওঠে এই মেলায়। সম্প্রীতির বন্ধনে প্রাণবন্ত হয় হোসেন দীঘির বৈশাখী মেলা।