নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নন্দীগ্রাম :: বৃহস্পতিবার ১৭,এপ্রিল :: গরু চোর সন্দেহে একটি সন্দেহজনক ডাম্পারকে তাড়া করে ধরতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন পুলিশের গাড়ির চালক। বৃহস্পতিবার ভোরের দিকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম ২ ব্লকের রেয়াপাড়া এলাকায়। মৃত গাড়ি চালকের নাম সহদেব প্রধান।
এছাড়াও আরও ২ পুলিশ কর্মী গুরুতর জখম অবস্থায় রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এই ঘটনার পরেই দুষ্কৃতীরা উধাও। এই মুহূর্তে অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে রেয়াপাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে একটি সন্দেহজনক ডাম্পারে চাপিয়ে গরু পাচার করা হচ্ছিল বলে পুলিশ জানতে পারে। এরপরেই ডাম্পারটিকে তাড়া করে সেটিকে থামানোর চেষ্টা করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। সেই সময় দুষ্কৃতীরা পালাতে গিয়ে পুলিশের গাড়িতেই ধাক্কা মারে।
এর জেরে পুলিশের গাড়িটি পালটি খেয়ে রাস্তার পাশে পড়ে যায়। এবং গাড়িতে থাকা চালক ও দুই পুলিশ কর্মী গুরুতর জখম হন। খবর পেয়ে রেয়াপাড়া ফাঁড়ি থেকে পুলিশ এসে আহতদের উদ্ধার করে রেয়াপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখানে পুলিশের গাড়ির চালক সহদেব প্রধানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।