নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সালানপুর :: শুক্রবার ১৮,এপ্রিল :: বৃহস্পতিবার ডাবরমোড় থেকে প্রতিবাদ মিছিল করে সালানপুর বিডিও অফিস ঘেরাও কর্মসূচি বাম সংগঠনের। এদিন বামেদের যুব, কৃষক,মহিলা সহ বিভিন্ন সংগঠনের তরফে ১০দফা দাবি জানিয়ে একটি লিখিত স্বারকলিপি তুলে দেওয়া হয় সালানপুর বিডিও দেবাঞ্জন বিশ্বাসের হাতে। দাবি গুলি হলো:-
১) প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকের নামের তালিকা বেনিয়মে অভিযোগের সঠিক অনুসন্ধান করে বেআইনি প্রাপকদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে। আদিবাসী সহ সমস্ত গরীব মানুষ যাদের নাম তালিকায় নেই তাদের নাম তালিকায় নথিভুক্ত করতে হবে।প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রাপকের নামের তালিকা প্রতিটি গ্রামে জনসমক্ষে প্রকাশ করতে হবে।সহজ পদ্ধতিতে অভিযোগ জানানোর ব্যাবস্থা করতে হবে।
২) ব্লক এলাকায় বেআইনি ভাবে পাট্টা দেওয়া বন্ধ করতে হবে এবং বেআইনি পাট্টা প্রাপকদের উচ্ছেদ করতে হবে।হিন্দুস্তান কেবেলসের জমি বেআইনি ভাবে দখল মুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৩) ১০০ দিনের কাজ দ্রুত চালু করতে হবে।১০০দিনের কাজকে ২০০ দিনের করতে হবে।দৈনিক মজুরি ৬০০টাকা করতে হবে।
৪) কেন্দ্রীয় সরকারের কলা শ্রম কোড আইন বাতিল করতে হবে।কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দিতে হবে।অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রদানে স্বচ্ছতা আনতে হবে।
৫) সালানপুর ব্লক এলাকায় আইন শৃঙ্খলার অবস্থার উন্নতি করতে হবে। চুরি ছিনতাই রোধে পুলিশ প্রশাসন কে দ্রুত সক্রিয় ভূমিকা পালন করতে হবে।দেন্দুয়া, পিঠা কেয়ারী-বিহার রোড মোড়ে যানজট কমানোর উদ্যোগ নিতে হবে।এলাকা জুড়ে ট্রাফিক ব্যাবস্থা চালু করতে হবে।
৬) বয়স্কদের বন্ধ হয়ে যাওয়া পেনশন পুনরায় চালু করতে হবে। নতুন করে ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের পেনশন প্রকল্পের আওতায় আনতে হবে।
৭) সালানপুর ব্লকের বন্ধ কারখানা গুলি খোলার উদ্যোগ নিতে হবে। বন্ধ কারখানায় জমিতে নতুন শিল্প গড়তে হবে। এলাকার বেকার যুবকদের এলাকাতে কর্মস্থানে ব্যবস্থা করতে হবে।বেসরকারি ক্ষেত্রে শ্রমিক নিয়োগের জন্য এলাকার যুবক যুবতীদের প্রাধান্য দিতে হবে।
৮) সালানপুর ব্লকের আসন্ন মহামারী রোগ “সিলিকোসিস” রোধে প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।আক্রান্ত প্রকৃত রোগীদের চিহ্নিত করে তাদের সরকারি নিয়ম অনুযায়ী উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
৯) প্রকৃত মৎস্যজীবীদের মধ্যে সরকারি চারাপোনা,খাদ্য,হাড়ি, জল বিতরণ করতে হবে।
১০) নানাবিধি সমস্যা পানীয় জল, রাস্তা,নালী সংস্কার, জঞ্জাল সাফাই ইত্যাদি বিষয়ে প্রশাসনকে গুরুত্ব দিতে হবে।
বাম সংগঠনের নেত্রী শিপ্রা মুখার্জী বলেন কেন্দ্র ও রাজ্য সরকারের নানা জনবিরোধী নীতি ও এলাকার সাধারণ মানুষের জ্বলন্ত সমস্যা গুলি নিয়ে গণ ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।আজ ডাবর মোড় থেকে মিছিল করে বিডিও অফিস ঘেরাও করে, ১০দফার দাবিতে স্বারকলিপি তুলে দেওয়া হলো।