নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: শুক্রবার ১৮,এপ্রিল :: মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর! শিউরে ওঠা দৃশ্য চন্ডীতলার বেগমপুরে। কুকুর তাড়িয়ে কাটা মুন্ডু উদ্ধার। চলন্ত ট্রেনে দূর্ঘটনায় মৃত্যু বলে জানা গেছে।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর চন্ডীতলার বেগমপুর ২০ নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা। চাঞ্চল্য তৈরী হয়। স্থানীয়রাই কুকুর তাড়ায়। খবর যায় কামারকুন্ডু জিআরপি ও চন্ডীতলা থানায়। দুই থানা থেকেই পুলিশ আসে।
কাটা মুন্ডু যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় তিনশ ফুট দূরে হাওড়া বর্ধমান কর্ড শাখার রেল লাইন।সেখানে খুঁজতেই দেহ মেলে।
পুলিশ সূত্রে জানা গেছে,কোনো দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান।ধড় মুন্ডু আলদা হয়ে যায়। পোস্টে সেই রক্তের দাগ পাওয়া গেছে। মৃত যুবক অজ্ঞাত পরিচয়। ধড় মুন্ডু উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়।