দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে শুরু হলো পানাগড় বাজারে রতন ফ্লাওয়ার মিলে হাইটেনশন বিদ্যুৎ সংযোগের কাজ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাঁকসা :: শুক্রবার ১৮,এপ্রিল :: দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে শুরু হলো পানাগড় বাজারে রতন ফ্লাওয়ার মিলে হাইটেনশন বিদ্যুৎ সংযোগের কাজ। কাজ শুরু হওয়ার আগে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী ও কাঁকসা থানার আইসি সহ কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল।

জানা গেছে ওই কারখানায় হাই টেনশন বিদ্যুতের তার নিয়ে যাওয়ার জন্য বাধা দেন এলাকার মানুষ।বার বার প্রশাসনের কাছে ওই কারখানার মালিক আবেদন জানিয়েও কাজের কাজ কিছু হয় নি।এর পরেই রতন আগরওয়াল নামের ব্যবসায়ী আদালতের দারস্থ হন।

দীর্ঘ দিন ধরে লড়াই করার পর অবশেষে হাই কোর্টের নির্দেশে ওই ব্যবসায়ীর কারখানায় হাই টেনশন বিদ্যুৎ সংযোগের কাজ শুরু হয়।এলাকায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিলো।

জানা গেছে স্থানীয়দের আপত্তির কারণে আদালতের নির্দেশে মাটির নিচ দিয়েই যাবে বিদ্যুতের তার। তার জন্যই রাস্তার মাঝ বরাবর খোঁড়ার কাজ শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =