নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গোঘাট :: শুক্রবার ১৮,এপ্রিল :: আত্মঘাতী হলেন একই পরিবারের তিন সদস্য। হুগলীর গোঘাটের বেঙ্গাই পঞ্চায়েতের উপশালঝাড় গ্রামে মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মা, ছেলে ও বউমাকে বাড়ি লাগোয়া গোয়ালঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা।
জানা গেছে, মৃতদের নাম অনিমা নন্দী(৭৫), কাশীনাথ নন্দী(৫৫) ও মমতা নন্দী(৪২)। আত্মীয় ও প্রতিবেশীদের দাবি, আট মাস আগে কাশীনাথ নন্দীর ২১ বছরের ছেলে শান্তনু নন্দী আত্মঘাতী হয়েছিল। সে ডাক্তারি পড়ুয়া ছিল। তারপর থেকেই পরিবারের সকলে ভেঙে পড়েছিলেন। কারও সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না।
পুত্রশোকেই পরিবারের সকলে একসঙ্গে এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রতিবেশীদের অনুমান। সকালে পরিবারের কাউকে বাইরে বের হতে না দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। অনেক ডাকাডাকি করেও সাড়া না মেলায় প্রতিবেশীরা বাড়ির ভিতর ঢোকেন। তখনই লক্ষ্য করেন গোয়ালঘরে তিনজন গলায় দড়ি দিয়ে ঝুলছেন।
এরপরই স্থানীয়রা গোঘাট থানায় খবর দেন। পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।