সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দার বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলাসাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দার এর বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোনারপুর :: শুক্রবার ১৮,এপ্রিল :: যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি মনোরঞ্জন জোদ্দার বাড়িতে গভীর রাতে পাথর দিয়ে হামলা ৷ সেই সময় বাড়িতে সবাই ঘুমাচ্ছিলেন ৷ বাড়িতেই ছিলেন মনোরঞ্জন বাবুও ৷ তার স্ত্রী ও ছেলে এই ঘটনায় আতঙ্কিত ৷

সোনারপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের চাঁদমারি এলাকার বাসিন্দা ৷ রাতেই তিনি ফোন করে বিষয়টি জানান সোনারপুর থানায় ৷ পুলিশ ঘটনাস্থলে আসে ৷ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি ৷

মনোরঞ্জন বাবুর অভিযোগ মধ্যরাতে তার ঘর লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় ৷ এরফলে বাড়ির দেওয়ালের একাধিক জায়গায় পাথর মারার দাগ রয়েছে ৷ জানালার কাঁচ ভাঙা হয়েছে ৷ পাথর এসে ঢুকেছে ঘরের ভিতরেও ৷ বেডরুমেও এসে পড়ে পাথর ও কাঁচের টুকরো ৷

ঐ রুমে কেউ না থাকায় আহত হননি কেউ ৷ মোট ১০টির মত পাথর ছোঁড়া হয়েছে বলে অভিযোগ ৷ কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে আতঙ্কিত মনোরঞ্জন বাবু ৷ রাজনৈতিক প্রতিহিংসা নাকি দুষ্কৄতি হামলা তা খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 20 =