নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ১৮,এপ্রিল :: রাজ্য সরকারের উদ্যোগে গ্রাম যেন ফুটে উঠলো শহরের মতন সৌন্দর্যে। প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে কালিয়াচক ২ ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলাঢাব এলাকায় একটি জলাশয়কে ঘিরে সৌন্দর্যায়ন পরিবেশ গড়ে তোলা হলো।
আর এই কাজের সম্পূর্ণভাবে সহযোগিতা করেছেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক সাবিনা ইয়াসমিন।
এই বিধানসভা কেন্দ্রটি কালিয়াচক ২ ব্লকের অন্তর্গত। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের এই বাবলাঢাব এলাকার একটি জলাশয়কে ঘিরে সৌন্দর্যায়ন এবং পার্কের আদলে গড়ে তোলা হয়েছে।
সেখানে ২০ টির বেশী কংক্রিটের বসার জায়গা তৈরি করা হয়েছে। পাশাপাশি পুরো জলাশয়ের চারপাশ বাঁধিয়ে দেওয়া হবে বোল্ডার দিয়ে। এমনকি সাধারণ মানুষের প্রাতভ্রমণের জন্যও সুদৃঢ় একটি বাঁধানো রাস্তাও তৈরি করা হয়েছে। চতুর্দিকে নানান ধরনের গাছ লাগানো হয়েছে।
জলের মধ্যে থাকবে নৌকা বিলাসের ব্যবস্থা। গ্রামের এমন সৌন্দর্যায়ন গড়ে ওঠায় স্বাভাবিক ভাবেই স্থানীয় বাসিন্দারা মন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।