নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শনিবার ১৯,এপ্রিল :: আদালতের সাম্প্রতিক রায় সাময়িক স্বস্তি দিলেও, স্থায়ী সমাধান না পেয়ে হতাশ চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা।
তাঁদের দাবি, সমস্যার গোড়ায় হাত না দিলে ভবিষ্যৎ বারবার অনিশ্চিত থেকে যাবে। তাই শুধুই বেতন বা সাময়িক চাকরি নয়, চাই স্থায়ী ও চূড়ান্ত সমাধান।
এই দাবিকে সামনে রেখে পূর্ব বর্ধমান শহরের বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর অভিযানে নামেন ‘যোগ্য শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী অধিকার মঞ্চ’-এর সদস্যরা।
শহরের একাধিক জায়গায় ঘুরে তাঁরা সাধারণ মানুষের স্বাক্ষর সংগ্রহ করেন। তাঁদের বক্তব্য, এই আন্দোলনের পিছনে শুধু চাকরি হারানোরা নন, সাধারণ মানুষও রয়েছেন।
সংগঠনের তরফে জানানো হয়েছে, ২২ এপ্রিল রাজ্যপালের হাতে এই সমস্ত স্বাক্ষর তুলে দেওয়া হবে। আন্দোলনকারীদের প্রতিনিধি শিক্ষিকা সুরভা চক্রবর্তী বলেন, “সাময়িক স্বস্তি নয়, আমরা স্থায়ী সমাধান চাই।
বারবার চাকরি নিয়ে অনিশ্চয়তা আমাদের ভবিষ্যৎ গড়ে তুলতে দেবে না। তাই রাজ্যপালের কাছে জনসমর্থন নিয়েই যাচ্ছি”। প্রতিবাদে গতি আনতেই এই গণস্বাক্ষর অভিযান, জানান আন্দোলনকারীরা।