নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ঝাড়গ্রাম :: শনিবার ১৯,এপ্রিল :: আজ ঝাড়গ্রামের ১০ নম্বর ওয়ার্ডের কনকপল্লীতে শীতলা মাতার পূজাঅর্চনা সম্পন্ন হচ্ছে।
বিশেষ এই মুহূর্তে এলাকাবাসীর সঙ্গে সামিল হয়েছিলেন ঝাড়গ্রামের ১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনীধি অজিত মাহাতো সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।