পায়ে ছররাগুলি ধারালো কোপ নিয়ে খুলনা হাসপাতালে ভর্তি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: শনিবার ১৯,এপ্রিল :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার সন্দেশখালি শালা জেলেখালি গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় শনিবার সকাল ১০টা নাগাদ চায়ের দোকানে এক দল তৃণমূল কর্মী চা খাচ্ছিল

সেই সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যর নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালা মৌজায় ১৯২ এবং ১৯৩ বুথে তৃণমূল কর্মীদের উপরে অতর্কিত আক্রমণ চালায় এলাকায় আতঙ্ক পরিস্থিতি তৈরি করে ।

ছয় থেকে সাত জনের উপরে প্রাণঘাতী হামলা চালায়। তারা প্রত্যেকেই গুরুতরভাবে আহত ,একজনের অবস্থা আশঙ্কাজনক। পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন

জেলা পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ঘরবাড়ি ভাঙচুর চলছে।

ঘটনাস্থলে সন্দেশখালি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সন্দেশখালি থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে তদন্ত শুরু করেছে পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 10 =