নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শনিবার ১৯,এপ্রিল :: পরপর চললো গুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা। চরম উত্তেজনা দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতালে। গ্রেপ্তার চার জন।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গাপুরের অঙ্গদপুরের বাসুদেব পাল নামের ৫৩ বছরের এক ব্যক্তি একটি পথ দুর্ঘটনায় আহত হয়ে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
দুদিন ধরে চিকিৎসা চলছে। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে শুক্রবার রাতে বিক্ষোভ দেখাচ্ছিল বাসুদেব পালের পরিবার পরিজনরা। চিকিৎসকের সাথে দেখা করতে চাইছিল তারা।
পুলিশের তরফ থেকে দু তিন জনকে নিয়ে চিকিৎসকের সাথে দেখা করার কথা জানালেও তারা মানতে চাননি। তারপরেই তাদের মধ্যে থেকে একজন আগ্নেয়াস্ত্র নিয়ে তিন রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপরেও হামলা চালায় বলে অভিযোগ।
এই ঘটনাকে ঘিরে চরম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় হাসপাতাল চত্বরে। দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে চারজনকে গ্রেপ্তার করে। দুর্গাপুর থানার পুলিশ চার জনকে আজ দুর্গাপুর মহকুম আদালতে পেশ করে।