নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ২০,এপ্রিল :: স্বাস্থ্য সাথী কার্ডে ভর্তি হওয়া রোগীকে অপরাশন না করে ফেলে রাখার অভিযোগ। খবর পেয়ে হাসপাতালের কর্মীদের ধমকালেন উত্তর হাওড়ার বিধায়ক।
স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে কেনো ভর্তি হয়েছেন এখানে টাকা লাগে চিকিৎসা করতে। রোগীকে হাসপাতালের বেডেই হুমকি হাসপাতালের কর্মীর।
অভিযোগ খোদ রোগীর। স্বাস্থ্য সাথী কার্ড থাকায় তিনদিন ফেলে রাখার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে বেসরকারি হাসপাতালে উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী । স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ জানাতে চলছেন বিধায়ক।