নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বোলপুর :: রবিবার ২০,এপ্রিল :: বীরভূমের বোলপুরের ছেলে ইমন ঘোষ এবারের ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
মাত্র ১৮ বছর বয়সেই এই অসাধারণ সাফল্যে ইমন শুধু তার পরিবার নয়, গোটা জেলাকে গর্বিত করেছে। সৈনিক স্কুল কুঞ্জপুরা এবং পরে RIMC দেরাদুন থেকে পড়াশোনা করা ইমনের লক্ষ্য ছিল সেনা বাহিনীতে যোগ দেওয়া।
ছোট থেকেই নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক, খেলাধুলা এবং সংগীত চর্চাতেও সে দক্ষ।ইমনের বাবা একজন সরকারি কর্মী, যার বদলির চাকরির কারণে ইমন দেশের বিভিন্ন প্রান্তে পড়াশোনা করেছে। কঠোর পরিশ্রম, অনুশাসন এবং স্বপ্নপূরণের তাগিদই তাকে আজ এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
ইমনের এই কৃতিত্বে খুশির হাওয়া বইছে বোলপুর জুড়ে। প্রতিবেশী, আত্মীয়স্বজন, শিক্ষক এবং বন্ধুরা সকলে গর্বিত ও আবেগাপ্লুত। ভবিষ্যতে দেশের সেনাবাহিনীতে সাহসিকতার সঙ্গে কাজ করার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছে ইমন।