নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টুঙ্গীদিঘী :: মঙ্গলবার ২২,এপ্রিল :: কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুরের টুঙ্গীদিঘী মনি ভবনে। জেলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন করণ দিঘির বরিষ্ঠ রাজনীতিবিদ ও সমাজসেবী রমেশ চন্দ্র সিনহা।
কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে এদিনের জেলা সম্মেলনে কয়েকশ সদস্যের উপস্থিতিতে এই দায়িত্বভার অর্পণ করা হয় রমেশ চন্দ্র সিনহাকে। বিশেষত পিছিয়ে পড়া রাজবংশী সম্প্রদায়ের মানুষদের বিভিন্ন অধিকার আদায় করতে এই রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন থেকেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে ।
কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির সুপ্রিমো অমিত রায় জানান উত্তর দিনাজপুর জেলা কমিটির সমস্ত সদস্যদের আরো সক্রিয় করে বিভিন্ন দাবি গুলিকে বাস্তবায়িত করার লক্ষ্যে এই জেলা সম্মেলন। এছাড়াও মহিলা কমিটির প্রেসিডেন্ট নির্বাচন করা হয়েছে জ্যোৎস্না সিংহ কে। যেন সর্বাঙ্গীণভাবে কামতাপুরী পার্টির বিকাশ ঘটানো যায় সমস্ত জেলায়।