নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::আসানসোল :: মঙ্গলবার ২২,এপ্রিল :: আসানসোলের বারাবনি বিধানসভা অন্তর্গত সালানপুর ব্লকের রূপনারায়ানপুর আমডাঙ্গা মোড় থেকে ডাবরমোড় পর্যন্ত বিজেপির প্রতিবাদ মিছিল।
এদিন প্রতিবাদ মিছিলের শেষে ডাবর মোড়ে এক প্রতিবাদ পথসভাও করা হয়।এদিন মিছিলে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, রাজ্য বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জী,জেলার প্রাক্তন সভাপতি বাপ্পা চ্যাটার্জী,বিজেপি নেতা অরিজিৎ রায়,যুব মোর্চার সভাপতি বাবন মণ্ডল,চিন্ময় তেওয়ারী সহ আরো অনেকে।
আজকের কর্মসূচি নিয়ে জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য জানান মালদা ও মুর্শিদাবাদের হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে ও চাকরি চুরির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে আজকের এই মিছিল ও প্রতিবাদ সভা।