পাগলা কুকুরের কামড়ে শিশু মহিলা সহ জখম ৫ হাসপাতালে ভর্তি, জলাতঙ্ক রোগের আতঙ্কে ভুগছে সীমান্তের গ্রাম

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: মঙ্গলবার ২২,এপ্রিল :: পাগলা কুকুরের কামড়ে শিশু মহিলা সহ জখম ৫ হাসপাতালে ভর্তি, জলাতঙ্ক রোগে আতঙ্কে ভুগছে সীমান্তের গ্রাম। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের পূর্বপুলতা গ্রামের ঘটনা।

মঙ্গলবার সকাল বেলা হঠাৎই কালো কুকুরের তান্ডবে রীতিমতো অতিষ্ঠ হয়ে উঠেছে গ্রামের বাসিন্দারা। যত্রতত্র শিশু মহিলা পুরুষ দেখলেই ঝাপিয়ে পড়ছে তার মুখে আবার কারূর হাতে কারুর আবার পিছনে শরীরের বিভিন্ন অংশে কামড় দিয়ে রক্তাক্ত করে পালিয়ে যাচ্ছে। রীতিমতো ঘুম কেড়েছে সীমান্তের মানুষের ।

শিশুরা স্কুলে যেতে ভয় পাচ্ছে মহিলারা ঘরের বাইরে বেরোতে চাইছে না বয়স্করা রাস্তাঘাটে লাঠি নিয়ে বেরোচ্ছেন ইতিমধ্যে পাঁচজনকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হাসপাতালে আসছেন চিকিৎসা নিতে ইতিমধ্যে কুকুরকে বাগে আনতে ব্লক প্রসাশন কে জানানো হয়েছে।

জলাতঙ্ক আতঙ্কে গ্রামের মানুষ ভুগছেন। সারাফুল গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ মনোরঞ্জন আগরওয়াল বলেন, জলাতঙ্কের পর্যাপ্ত ভ্যাকসিন আছে ভয় পাওয়ার কিছু নেই পুরো বিষয়টা নিয়ে তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 1 =