রক্তাক্ত কাশ্মীর, পেহেলগাঁও এ সন্ত্রাসবাদী হামলায় প্রাণ গেল বাঙালি পর্যটকের

সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বুধবার ২৩,এপ্রিল :: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদি হানায় মৃত্যু এক বাঙালি পর্যটকের। মৃতের নাম বিতান অধিকারী। বিতান অধিকারী কলকাতার পাটুলির বাসিন্দা।

ওই যুবক স্ত্রী এবং বছর তিনেকের সন্তানকে সঙ্গে নিয়ে গত ৮ এপ্রিল কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন বলে পরিবার সূত্রে খবর মিলেছে তার।

আগামী ২৪ এপ্রিল তাঁদের ফিরে আসবার কথা ছিল। কিন্তু মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় গুলিতে প্রাণ গিয়েছে বিতানের। তাঁর স্ত্রী-পুত্রকে কলকাতায় ফেরানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার রাতে মৃতের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 9 =