বাসের জন্য দাঁড়িয়ে থাকার এক মহিলা এবং শিশুকে বেপরোয়া খালি অ্যাম্বুলেন্সের ধাক্কা, গুরুতর আহত মহিলা সহ শিশু।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাথরপ্রতিমা :: বুধবার ২৩,এপ্রিল :: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা বাসস্ট্যান্ডে বাসে ওঠার জন্য দাঁড়িয়ে থাকা এক মহিলা সহ শিশুকে দ্রুতগতিতে বেপরোয়া ভাবে আসা খালি এম্বুলেন্সের ধাক্কা মারে । শেষ পর্যন্ত পাথরপ্রতিমা থানায় গাড়ি চালক এবং অ্যাম্বুলেন্স এর নামে অভিযোগ দায়ের। তদন্তে পুলিশ।

আহত লক্ষ্মী বালা দাস (৫৮)এর অভিযোগ কয়েকদিন আগেই সকালে যখন সে তার নাতিকে নিয়ে দাঁড়িয়ে ছিল পাথর প্রতিমা বাসস্ট্যান্ডে তখনই হঠাৎ একটি অ্যাম্বুলেন্স প্রচন্ড গতিতে এসে তাদেরকে ধাক্কা মারে, সেখানে তিনি এবং তার নাতি ছিটকে পড়ে,মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে অ্যাম্বুলেন্স কোন কিছু না দেখে পালিয়ে যায়।

শেষ পর্যন্ত পথচারী মানুষজন মাধবনগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মাথার ক্ষতস্থানে ৯ টি সেলাই হয়, তার এবং শিশুটির বিভিন্ন জায়গায় আঘাত লেগে ক্ষত হয়। হসপিটালে ভর্তি থাকাকালীন তার প্রতি কোনরূপ সহানুভূতি দেখায়নি অ্যাম্বুলেন্স চালক বা মালিক। দোষীদের শাস্তির দাবি জানালেন এই বৃদ্ধা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 + four =