রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবায় নতুন সংযোজন হিসেবে শুভ উদ্বোধন হল দাঁইহাট দমকল কেন্দ্রের।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বুধবার ২৩,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার দাঁইহাটবাসীর দীর্ঘদিনের দাবি অবশেষে পূর্ণতা পেল। রাজ্যের অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবায় নতুন সংযোজন হিসেবে শুভ উদ্বোধন হল দাঁইহাট দমকল কেন্দ্রের।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই কেন্দ্রের উদ্বোধন করেন।

দাঁইহাটে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সাংসদ ডাঃ শর্মিলা সরকার, পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস, সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, কাটোয়ার মহকুমাশাসক অহিংসা জৈন,

দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান প্রদীপ কুমার রায়, কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, কাটোয়া ২ ব্লকের বিডিও আসিফ আনসারী সহ অন্যান্য বিশিষ্টজনেরা।

প্রায় ৩ কোটি ৩৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই আধুনিক দমকল কেন্দ্র। এর মাধ্যমে দাঁইহাট এবং সংলগ্ন এলাকার মানুষের অগ্নিকাণ্ড ও জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত পরিষেবা পাওয়ার আশা তৈরি হয়েছে। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের মতে, এই কেন্দ্র গড়ে ওঠায় জেলার নিরাপত্তা ব্যবস্থায় এক বড়সড় অগ্রগতি ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 1 =