নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: বৃহস্পতিবার ২৪,এপ্রিল :: আতঙ্ক বাদী দের গুলিতে মৃত্যু। বিতানের জন্ম দুর্গাপুরে। এই খবর ছড়িয়ে পড়তেই শোকে স্তব্ধ দুর্গাপুরের ইস্পাত নগরী। মঙ্গলবার দুপুরে পহেলগাওঁয়ে আতঙ্কবাদীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় কলকাতার বৈষ্ণবঘাটার বিতান অধিকারীও।
বিতানের বাবা বীরেশ্বর অধিকারী দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি করতেন।সেই সূত্রে দুর্গাপুরের ২০/২৮সেকেন্ডারি রোডের ইস্পাত আবাসনে থাকতেন। বিতানের জন্ম হয়েছিল দুর্গাপুরে। দুর্গাপুরের হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয়ে, তারপর শিবাজী বয়েজ স্কুলে পড়াশোনা। বিতানের বাবা ২০০০সালে অবসর নেন।
বিতান দুর্গাপুরের বি.সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেট্রনিক নিয়ে পড়াশোনা করেছিল। বিতানের পড়া শেষ হওয়ার পর তাঁরা কলকাতায় চলে যান। বিতান আমেরিকায় চাকরি করতেন। সে কয়েকদিনের জন্য কলকাতায় এসেছিলেন।
তারই মধ্যে ছেলে স্ত্রীকে নিয়ে কাশ্মীর ঘুরতে গিয়েছিলেন। এখানেই পহেলগাওঁয়ে গিয়ে আতঙ্কবাদীদের হামলায় মৃত্যু হয় তার। এই খবর দুর্গাপুরে ছড়িয়ে পড়তেই শোকোস্তব্ধ বিতানের বন্ধুরা এবং দুর্গাপুরের প্রতিবেশীরা।