নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামালপুর :: শুক্রবার ২৫,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কালারাঘাট এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমের রান্নাঘরে চা করতে গিয়ে হঠাৎই গ্যাস সিলিন্ডার লিক করে , আর তারপরেই দাও দাও করে রান্না ঘরে আগুন ধরে যায়।
নার্সিংহোমের কর্মী এবং এলাকার স্থানীয় সাধারণ মানুষ তড়িঘড়ি আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে উপস্থিত হন জামালপুর থানার পুলিশ আধিকারিকরা পরবর্তীকালে স্থানীয় মানুষ এবং পুলিশ আধিকারিকদের সহায়তায় আগুন আয়তে আনা সম্ভব হয় নার্সিংহোমে সেই সময় দুইজন রোগী ছিলেন তাদেরকে স্থানীয় একটি বাড়িতে স্থানান্তরিত করা হয়েছে।
গোটা ঘটনায় সেভাবে কোনো ক্ষতি না হলেও গ্যাস সিলিন্ডার চট দিয়ে ঢেকে বাইরে রাখা হয়েছে খবর দেয়া হয়েছে দমকলকে। কিন্তু মাসাগ্রাম রেলগেটে দাঁড়িয়ে থাকার পর প্রায় এক ঘন্টারও বেশি সময় পরে উপস্থিত হয় দমকল । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।