নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: শুক্রবার ২৫,এপ্রিল :: ভুল ইনজেকশনে প্রসূতির মৃত্যুর অভিযোগ, তুমুল বিক্ষোভ দুর্গাপুর মহকুমা হাসপাতালে, ঘটনাস্থলে পুলিশ, পুলিশের সামনেই ক্ষোভে ফেটে পড়লেন মৃতের পরিবার পরিজনরা।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী মহকুমা হাসপাতালে ছুটে আসে,ছুটে আসেন তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার। শান্ত করার চেষ্টা করে মৃতের পরিবারকে।
দুর্গাপুরের কাঁকসার সন্ধিপুরের বাসিন্দা লক্ষী মুর্মু নামে বছর ২২ এর প্রসূতি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়, পরেরদিন এক কন্যা সন্তানের জন্ম দেন লক্ষী দেবী , এরপর একটি ইনজেকশন দেওয়ার পরই মৃত্যু হয় ঐ প্রসূতির।
এরপরই হাসপাতালের সামনে ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার পরিজনরা। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছুটে আসে, নামানো হয় কমব্যাট ফোর্স।পুলিশ পরিস্থিতি সামলাতে গেলে তাদের সামনেই ক্ষোভে ফেটে পড়েন মৃতের পরিবার পরিজনরা।
দাবি জানাতে থাকেন অভিযুক্ত সিস্টার অথবা তত্ত্বাবধানে থাকা চিকিৎসককে তাদের সামনে আনা হোক। বিভাগীয় তদন্তর আশ্বাস দিয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল।গোটা ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা দুর্গাপুর মহকুমা হাসপাতালে।