ফালাকাটা ব্লকের অন্তর্গত দলগাঁও চা বাগানে একটি চিতা বাঘের শাবকের দেখা মিলায় চাঞ্চল্য ছড়ায়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ফালাকাটা :: শুক্রবার ২৫,এপ্রিল :: ফালাকাটা ব্লকের অন্তর্গত দলগাঁও চা বাগানে একটি চিতা বাঘের শাবকের দেখা মিলায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। জানা গিয়েছে,

কর্তব্যরত শ্রমিকরা দলগাঁও চা বাগানের ৪ এস ২ সেকশনের মধ্যে একটি চিতাবাঘের শাবকটিকে দেখতে পান। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরকে।খবর পেয়ে মাদারিহাট রেঞ্জের বন কর্মীরা ঘটনাস্থলে আসেন।এদিকে এই খবর চাউর হতেই আতংক ছড়ায় ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =