নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পোলবা :: শুক্রবার ২৫,এপ্রিল :: ১৩ এপ্রিল রাতে হুগলির পোলবা থানার অন্তর্গত দিল্লি রোড সংলগ্ন সঙ্গম ধাবার পাশ থেকে ভেজাল দুধ চক্রের খবর পেয়ে তৎপর হয় পোলবা থানার পুলিশ।
গোপন সূত্রে খবর ছিল, একটি নির্দিষ্ট এলাকায় রাখা দুধের ট্যাঙ্কার থেকে দুধ পরিবর্তন করে, তার মধ্যে রাসায়নিক বা অন্য ভেজাল উপাদান মিশিয়ে বাজারে সরবরাহ করা হচ্ছে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পোলবা থানার বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় হানা দেয় এবং গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনাস্থল থেকে দুটি দুধ বোঝাই ট্যাঙ্কার ও ভেজাল মিশ্রিত দুধ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুধ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে পোলবা থানার অন্তর্গত পরীক্ষাগারে।
এই ঘটনায় এখনও পর্যন্ত মোট পাঁচজনকে আটক করেছে পোলবা থানার পুলিশ। পাশাপাশি, চক্রের অন্যতম মূল পান্ডার সাগরেদ বিপ্লব সরকারকেও গ্রেফতার করা হয়েছে।
হুগলি পুলিশের ডিএসপি (ডিএনটি) প্রিয়ব্রত বক্সী জানিয়েছেন, আজই ধৃতদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে এবং সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানাবে পোলবা থানার পুলিশ।