উদয় ঘোষ :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: বর্ধমান থানার পুলিশের হাতে ধরা পরল দুই কুখ্যাত মহিলা ছিনতাইকারী। উদ্ধার হল প্রায় দেড়লক্ষ টাকা সোনার গহনা। ধৃতদের নাম পুনম বেজ ও পায়েল বেজ। এদের মধ্যে পুনম শক্তিগড় ও পায়েল আসানসোল রেল স্টেশন সংলগ্ন ঝুপড়িতে থাকে। মঙ্গলবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এদিন তাদের সাতদিনের পুলিশ হেফাজত চেয়ে বর্ধমান আদালতে তোলা হয়।
নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জিঞ্জাসাবাদ করতে চায় ধৃতদের ছিনতাইয়ের ঘটনায় আর কেউ জড়িত আছে কি না। পুলিশ সূত্রে খবর, বর্ধমান শহরে বেশ কয়েকদিন ধরে শহরের ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলে ছিল। বাসে, বাসস্ট্যান্ডে সোনা-গহনা, টাকা ছিনতাইয়ের বিভিন্ন ঘটনায় মহিলা ছিনতাইবাজরা জড়িত বলে খবর ছিল পুলিশের কাছে।
মঙ্গলবার সকালে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে দুজন মহিলা লক্ষাধিক টাকার সোনার গয়না রেল স্টেশন সংলগ্ন এলাকায় বিক্রি করতে এসেছে। বর্ধমান থানার পুলিশ ধৃতদের হাতেনাতে ধরে ফেলে।