নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: শনিবার ২৬,এপ্রিল :: এক গৃহবধুকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে একটি হোটেলে নিয়ে গিয়ে ধর্ষন করার অভিযোগ মল্লারপুর এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ। অভিযুক্তের বাড়ী বীরভূমের মল্লারপুর থানা এলাকায়।
নির্যাতিতা গৃহবধুর অভিযোগ, তিনি শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি যাওয়ায় জন্য মল্লারপুর থানার কান্দিয়ারা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় ওই অভিযুক্ত ব্যক্তি সেখানে এসে তাকে মোটর সাইকেলে চাপিয়ে বাপের বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে।
এরপর ওই গৃহবধুকে ওই এলাকায় একটি ধাবায় নিয়ে গিয়ে তাকে ধর্ষন করে বলে অভিযোগ। বিষয়টি ফোন করে ওই গৃহবধূ তার মাকে জানান। মেয়ের কাছে বিষয়টি জানতে পেরে মল্লারপুর থানার দ্বারস্থ হন নির্যাতিতার মা। এরপর নির্যাতিতার মাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় মল্লারপুর থানার পুলিশ।
সেখানে অভিযুক্ত নিজের ধাবার ঘর থেকে ওই গৃহবধুকে বের করে এবং অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। যদিও ধর্ষনের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি।