নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শনিবার ২৬,এপ্রিল :: তৃণমূল নেতা দুলাল সরকারকে নৃশংস খুনের ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। উল্লেখ্য, গত ২ জানুয়ারি জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলাকে নৃশংসভাবে খুন করা হয়।
সেই ঘটনায় মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছিল। দুই মূল অভিযুক্ত কৃষ্ণ রজক ওরফে রোহন এবং বাবলু যাদব ফেরার ছিল। তাদের খোঁজে জেলা পুলিশের তরফে দুই লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। অবশেষে কাটিহারের আজমনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় রোহনকে।