সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: রবিবার ২৭,এপ্রিল :: বাসন্তী হাইওয়ে লাগোয়া ধাপায় প্লাস্টিক ও টায়ারের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ট্রান্সফর্মারে বিস্ফোরণ থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলকর্মীদের*।
ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে গুদামে একাধিক দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আশেপাশের বসতিতে যাতে আগুন ছড়িয়ে না পড়ে, তারই চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা।