নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: চুঁচুড়া :: রবিবার ২৭,এপ্রিল :: পেহেলগাও-তে জঙ্গিদের হাতে হিন্দু পর্যটকদের নির্মমভাবে গুলি করে হত্যা করার ঘটনার প্রতিবাদে আজ বাঁশবেড়িয়া ত্রিবেণী শিবপুর বাসস্ট্যান্ড থেকে ত্রিবেণী কালিতলা পর্যন্ত এক শোক-প্রতিবাদ মিছিল বের করা হয়।
বিশিষ্ট সমাজসেবী দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে এই মিছিল সংঘটিত হয়। আজকের শোক মিছিল থেকে দেবব্রত বিশ্বাস স্পষ্ট ভাষায় জানান, দলমত নির্বিশেষে সকলের দাবি, কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করে।