নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রাজবাঁধ :: রবিবার ২৭,এপ্রিল :: কাশ্মীরে পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর গুলি চালায় জঙ্গিরা।এই ঘটনায় মৃত্য হয় ২৬ জনের।মৃতদের আত্মার শান্তি কামনায় রাজবাঁধ স্টেশন থেকে রাজবাঁধ বাসস্ট্যান্ড পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে মৌন মিছিল করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।
এদিন মিছিল শেষে বাস স্ট্যান্ডে একটি সভা করেন মন্ত্রী। কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ছাড়াও যুব সভাপতি কুলদীপ সরকার,তৃণমূলের ব্লক সভাপতি নব কুমার সামন্ত সহ অন্যান্যরা ।
এদিন মন্ত্রী বলেন যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মর্মান্তিক।কেন্দ্রের কাছে আবেদন মানুষের সুরক্ষার বিষয়ে নিশ্চিৎ করুক আর এই ঘটনার কড়া পদক্ষেপ নিক।
পাশাপশি একদিকে যেমন এই ঘটনায় কেন্দ্র নিরাপত্তার গাফিলতির কথা স্বীকার করেছে সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিৎকার করে শুধু হিন্দুদের মেরেছে বলে চলেছে।
তার এই চিৎকার করে বলার বিষয়ে মন্ত্রী বলেন শুভেন্দু অধিকারীর সামান্য বুদ্ধি টুকুও নেই।এতবড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরও এই বিষয় নিয়ে তিনি কোনো রাজনীতি করতে চান না।এক কথায় তার বুদ্ধি লোপ পেয়েছে।অতএব তার বিষয়ে কোনো রকম মন্তব্য করতে চান না।