নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: রবিবার ২৭,এপ্রিল :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার ধানুকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের সাউ জমিদার বাড়ির আমবাগান থেকে সদ্যোজাত শিশু কন্যা উদ্ধার।
এই সময়ে একটি সারমেয় ওই শিশু কন্যার সামনে গিয়ে চিৎকার করতে থাকে সেই সময় প্রাত ভ্রমণকারীরা গিয়ে দেখে এক সদ্যোজাত শিশুকন্যা পড়ে রয়েছে।
একটি সারমেয় ওই শিশু কন্যার সামনে গিয়ে চিৎকার করতে থাকে
তখন মাটিয়া থানার পুলিশকে খবর দিলে ঘটনা স্থলে গিয়ে ওই সদ্যোজাত উদ্ধার করে ধান্যকুড়িয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোররাতে কারা এই সদ্যোজাত রেখে গেল ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে।
ধান্যকুড়িয়া, ব্লক মেডিকেল অফিসার জানিয়েছেন একটি শিশুকন্যা উদ্ধার হয়েছে
ভালো রয়েছে পুলিশকে পুরো বিষয় জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে |
শিশু কন্যা এখনো পর্যন্ত সুস্থ আছে জমিদার বাড়ির আমবাগান থেকে শিশু কন্যা পাওয়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ধান্যকুড়িয়া জুড়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।