দুর্গাপুরে বেনাচিতি বাজারে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: সোমবার ২৮,এপ্রিল :: দুর্গাপুরে বেনাচিতি বাজারে ভুয়ো কল সেন্টারের পর্দা ফাঁস, গ্রেফতার ২ মহিলা। ভুয়ো কল সেন্টারে বসে সাইবার প্রতারণা, সাইবার সেলের হানা গ্রেপ্তার ২। বাজেয়াপ্ত কম্পিউটার,ল্যাপটপ সহ একাধিক মোবাইল।

দুর্গাপুর থানার অন্তর্গত বেনাচিতি কমলপুর প্লটে । একটি ভাড়া বাড়িতে দীর্ঘদিন ধরে ভুয়ো কল সেন্টার চলছিল। সেখান থেকেই গিফট কার্ড দেওয়ার নাম করে সাইবার প্রতারণা চলতো । প্রতারণার শিকার হয়ে বহু মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্তে সাইবার থানায় অভিযোগ করেছিল।

তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সাইবার বিভাগ । কমলপুরের একটি ভাড়া বাড়িতেই চলছিল এই চক্র এমনটাই উঠে আসে পুলিশি তদন্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + eleven =